স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৭ নভেম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিএসপি/সমাপনী পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষা কার্যক্রমকে সুষ্ট ও সুন্দরভাবে সম্পন্ন করতে হবিগঞ্জ সদর উপজেলার ১৪৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচিছরুল ইসলাম। গতকাল সকালে উপজেলা পরিষদের হল রুমে এই সভা অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথি মোতাচ্ছিরুল ইসলাম বলেন, মেধাবী নতুন প্রজন্ম পেতে আমাদের শিশুদের প্রতি যতœশীল হতে হবে। তাহলে আমরা তাদের সুন্দর ভবিষ্যত নির্মাণ করতে পারব। কারণ এরাই আমাদের আগামী দিনের পথপ্রদর্শক, রাষ্ট্র নায়ক, দেশ পরিচালক। তাই এদের ভবিষ্যতে নিয়ে আমাদের গুরুত্বের সাথে চিন্তা করতে হবে। মনে রাখতে হবে আজকের শিশু আগামীদের বাংলাদেশে।
এ সময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সরকার আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার দাশ, কাজী মোঃ জাফর, মাহমুদ হাসান, প্রনয় কান্তি দাস প্রমূখ।