রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

চুনারুঘাটের সর্বত্র ডাকাত আতংক ॥ রাতের ঘুম হারাম

  • আপডেট টাইম সোমবার, ৫ মে, ২০১৪
  • ৪৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলাসহ অন্যান্য স্থানের সাধারন মানুষের মাঝে ডাকাত আতংক ছড়িয়ে পড়েছে। এ কারনে আবারো হারাম হয়ে গেছে রাতের ঘুম। কখন কার বাড়ী-ঘরে হামলা চালিয়ে লুটে নেয়া হয় শেষ সম্বলটুকু সে চিন্তা পেয়ে বসেছে সাধারন মানুষকে। এপ্রিল মাসের শেষে দিকে চুনারুঘাট সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে দুই প্রবাসীর বাড়ীতে ডাকাতি হয়েছে। পরের দিন ডাকাতি সংঘটিত হয়েছে একই উপজেলার গাজীপুর ইউনিয়নের এক ব্যবসায়ীর বাড়ীতে। এর পর থেকে উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়েছে ডাকাত আতংক। গত বছর উপজেলার সবক’টি ইউনিয়নে ১৫টি ডাকাতির ঘটনা ঘটেছিল। কোন স্থানে ঘটেছিল খুনের ঘটনা। ২৯ এপ্রিল চুনারুঘাট উপজেলার চুনারুঘাট সদর ইউনিয়নের ঘরগাও গ্রামের কুয়েত প্রবাসী আঃ ছামাদের বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রধারী একদল ডাকাত। ডাকাতরা গৃহকর্তাসহ বাড়ীর সকলকে জিম্মি করে লুটে নেয় ১ লাখ টাকা, ৫ বড়ি স্বর্ন, পাসপোর্ট ও ৫টি মোবাইল ফোন। একই সময় একই গ্রামের ডুবাই প্রবাসী আঃ জলিলের ঘরে একই কায়দায় লুটতরাজ চালিয়ে ৬০ হাজার টাকা, ৬ বড়ি স্বর্ন, ৩টি মোবাইল ফোন নিয়ে যায় মুখোশধারী ডাকাতরা। ডাকাতের হামলায় এ সময় আহত হন আঃ ছামাদ (৪০) ও আকরাম (২০) নামের ২ ব্যক্তি। পরের দিন গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারের বিশিষ্ট চাল ব্যবসায়ী আঃ আলীর বাড়ীতে ডাকাতরা হামলা চালিয়ে ৭০ হাজার টাকা, ২ বড়ি স্বর্ন ও মোবাইল ফোন লুট করে। এসব ঘটনা ঘটার পর কয়েক দিন আইন-শৃংখলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেলেও এখন তা নেই। এতে সাধারন মানুষের মাঝে বিরাজ করছে অজানা আতংক। ভুক্তভোগীরা বলছেন, চিহ্নিত অপরাধীরা প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে এসব অপকর্ম চালাচ্ছে। পুলিশের কাছে ওইসব অপরাধীর তালিকা থাকলেও এরা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। এতে জনমনে দেখা দিয়ে নানান ধরনের আশংকা। গত বছর এ সময়ে উপজেলার সর্বত্র ডাকাতি শুরু হলে প্রশাসন কঠোর অবস্থান গ্রহন করলে অপরাধীরা গা ঢাকা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com