স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরীর মা আলহাজ¦ আফিউন্নেছা চৌধুরী, সদস্য চৌধুরী মাসুদ আলী ফরহাদের মা আনোয়ারা চৌধুরী ও সদস্য এসএম সুরুজ আলীর বাবা মো. আজাদ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গতকাল সোমবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় এ শোক প্রকাশ করা হয়। প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনের পরিচালনায় ক্লাবের সদস্যবৃন্দ এতে বক্তৃতা করেন। এ সময় সদস্যবৃন্দ মরহুমগণের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। পরে মরহুমগণের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন কাবের সিনিয়র সদস্য অ্যাডভোকেট আব্দুস শহীদ।