শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

নবীগঞ্জে শতাধিক শিশুর খতনাসহ ১২শ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৪১১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়ায় জামিআ ইসলামিয়া আরাবিয়া দিনারপুর মাদ্রাসার উদ্যোগে ফ্রি খতনা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল ক্যাম্পে ১১০ জন শিশুকে সুন্নতে খতনাসহ মেডিসিন, অর্থোপেডিক্স, নাক-কান গলা, চর্মরোগ, গাইনীসহ বিভিন্ন রোগের প্রায় ১২শ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। ওই মাদ্রাসার মুহতামিম সিলেট শাহজালাল দরগা মসজিদের ইমাম ও খতিব মাওলানা শায়খ আসজাদ আহমদের সার্বিক তত্ত্বাবধানে ৩য় বারের মতো গতকাল রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গনে ব্যতিক্রমী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে প্রায় ১১০ জন শিশুকে সুন্নতে খতনা, মেডিসিন বিভাগে ৩৬৫ জন, অর্থোপেডিক্স এর রোগী ১৪৩ জন, নাক-কান গলার রোগী ২৫৭, চর্মরোগে আক্রান্ত ২৭২ জন, গাইনী বিভাগে ৫৭ জন দুঃস্থ রোগীসহ প্রায় ১২শ রোগী ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন। খতনা বিভাগের চিকিৎসা সেবা পরিচলনা করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা ও অন্যান্য বিভাগে সিলেটের মাউন্ড এডোরা হসপিটালের প্রায় ৫০ জন চিকিৎসক এ চিসিকৎসা সেবা প্রদান করেন। এখানে চিকিৎসা নিয়ে খুশি হয়ে প্রতি বছর এরকম আয়োজন অব্যাহত রাখার আহবান জানান এলাকাবাসী। মাদ্রাসায় ব্যতিক্রমী এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। মেডিকেল ক্যাম্প পরির্দশন করেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, দেবপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, উপজেলা জাপা নেতা এলাইছ মিয়া, দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইকবাল মিয়া প্রমূখ। পরির্দশনে গিয়ে তারাও বলেন প্রতি বছর যেন একরম মহতি উদ্যোগের আয়োজন করা হয়।
এলাকাবাসীর আহবান প্রত্যেক এলাকায় এরকম খতনাসহ মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হলে প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লোকজন উপকৃত হবে। এতে এলাকার বৃত্তবানদের এগিয়ে আসতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com