মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরোও তিনজন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি উপজেলার ছাতিয়াইন উড়াইন গ্রামের নয়াবাসী সরকারের ছেলে রনজিত সরকার (৩২)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজমিরুজ্জামান জানান, রতনপুর-ছাতিয়াইন সড়কের মাঝামাঝি গ্রোরি কোম্পানীর সামনে একটি সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা রনজিত সরকার নিহত হয়।