স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ের স্বজনগ্রামের ভূমি জবর দখল নিয়ে দু’পক্ষের দীর্ঘদিনের নিষ্পতি হয়েছে। গতকাল এ বিরোধ নিষ্পতি করে দেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। পুলিশ সূত্র জানায়, স্বজন গ্রামের মোঃ আব্দুস সালাম গংদের সাথে দীর্ঘদিন ধরে ভূমি নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের সফি রহমান গংদের। সম্প্রতি এ ব্যাপারে মোঃ আব্দুস সালাম পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। এ বিষয়টি নিষ্পতির জন্য পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামকে নির্দেশ দেন। এ প্রেক্ষিতে গতকাল অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। শালিসে উভয় পক্ষের সাক্ষীগণ উপস্থিত ছিলেন। এতে সমঝোতার মাধ্যমে দরখাস্তকারী আব্দুস সালামের ক্রয়কৃত ১ম ২২ শতক ভূমিবাবদ ২য় পক্ষের পাওনা হাজার টাকা আব্দুস সালামকে ১১ নভেম্বরের ভিতরে প্রদান করার সিদ্ধান্ত হয়। সফি রহমান গং টাকা প্রাপ্তির পর জমির দখল আব্দুস সালামকে বুঝিয়ে দেবেন। এছাড়া ২১ শতক ভূমির মালিকানা নিয়ে আদালতে মামলা থাকায় উক্ত ভূমির মালিকানার বিষয়টি আদালতের রায়ের মাধ্যমে নিস্পত্তি হলে এবং রায় আব্দুস সালামের পক্ষে গেলে আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে অবশ্যই ভূমির দখল সফি রহমান গং আব্দুস সালামকে বুঝিয়ে দেবেন। সে পর্যন্ত ভূমি স্ব অবস্থানে ও বর্তমান দখলকারীর দখলে থাকবে। এই বিষয়ে আব্দুস সালাম ও সফি রহমানের বিরোধপূর্ণ ভূমি নিয়ে নতুন করে আর কোন বিরোধ বা মামলা মোকাদ্দমায় জড়াবেনা মর্মে অঙ্গীকার করেন। এই প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘদিনের চলমান একটি বিরোধ নিস্পত্তি হয় এবং আব্দুস সালাম তার ক্রয়কৃত ২২ শতক ভূমি ফিরে পান।