প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৪ নং দীঘলবাক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারিক রনি’র সভাপতিত্বে ও যুবদল নেতা শাহীন আহমেদের পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খালেদ আহমেদ পাঠান, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিদুল করিম মজিদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য আমির হুসেন, মোরশেদ আহমেদ, গোলাম ইয়াজদানী শামীম, ফুলখাছ মিয়া, শাহ মোস্তাকিম আলী, বিএনপি নেতা এডঃ ইলিয়াছ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ রুহেল আহমেদ। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল রিপন চৌধুরী, উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক মনর উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুনুর রশীদ জারুন, পৌর ছাত্রদলের সাবেক সভাপদি মোশাহিদ আলম মুরাদ, উপজেলা ছাত্রদল নেতা রায়েছ আহমেদ চৌধুরী, মোঃ জিতু মিয়া সেন্টু, আব্দুল বাছিত রাসেল। উপস্থিত ছিলেন ফজলুল হক মনি, ছাদিক মিয়া মেম্বার, ফখরু মিয়া মেম্বার, লেবু মিয়া, ফারুক মিয়া, আনছার মিয়া, ইউসুফ আলী মেম্বার প্রমুখ। সভায় উক্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডের উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে এড. মোঃ ইলিয়াছ মিয়াকে আহবায়ক ও আব্দুল বারীক রনিকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত সভায় বিএনপি ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি, সাবেক মন্ত্রী ও অভিবক্ত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।