আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জহির উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার নিজ বাড়ী সাতাউক গ্রামের মাঠে জানাযা শেষে গার্ড অব অনার প্রদান করা হয়। মরহুমের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ শাহীনা আক্তার ও এক দল পুলিশ সদস্য।
উল্লেখ, শুক্রবার সকাল ৭টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।