নবীগঞ্জ প্রতিনিধি ॥ অগ্নি সংযোগ ও সড়ক দূর্ঘটনা মূলক সচেতনার লক্ষে ফায়ার সার্ভিসের সাপ্তাহিক মহড়া হিসাবে গতকাল শনিবার বিকালে নবীগঞ্জ শহর ও মহা-সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে অনুষ্টিত হয়েছে। নবীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আবু তাহেরের নেতৃত্বে ফায়ার সার্ভিস-২০১৯ উপলক্ষে নবীগঞ্জ শহর সহ আউশকান্দি মহা-সড়কের শহীদ কিবরিয়া চত্ত্বরে সিএনজি, কার, মোটর সাইকেল, ভ্যানগাড়ি সহ সকল প্রকার যানবাহন দূর্ঘটনা মোকাবেলার লক্ষ্যে শ্রমিক ও সাধারণ মানুষকে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন সরাসরি দূর্ঘটনা থেকে রক্ষাকল্পে দিক নির্দেশনা মূলক আলোচনা সহ নানা কার্যক্রম পরিচালনা করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আবু তাহের বলেন, আমাদের সাপ্তাহিক মহড়া হিসাবে আজ ঈমাম বাড়ি বাজারে অনুষ্টিত হবে।