স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর থেকে সাজাপ্রাপ্ত আসামী গোলাম রব্বানী সিতু মিয়া (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর থানার এসআই সাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করে। সে ওই এলাকার মরহুম হাজী মুনছুব আলীর পুত্র। পুলিশ জানায়, প্রতারণা ও চেক ডিজ অনার মামলায় ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামী। এতদিন সে আত্মগোপনে ছিল। এসআই সাহিদ মিয়া জানান, সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। তাকে আটক করা হয়েছে।