রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

জেল হত্যা দিবসের আলোচনা সভায় এমপি আবু জাহির ॥ জঘন্য হত্যার সাথে জড়িতদের প্রেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত

  • আপডেট টাইম সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৪৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, কত বর্বর এবং অসভ্য হলে কারাগারে থাকার পরও কারাগারে থাকা দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করা হয় তার প্রমাণ জেল হত্যা। যারা জাতির পিতাকে স্বপরিবারে হত্যা এবং এই জঘন্য জেল হত্যার ঘটনা ঘটিয়েছে তাদের প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী অনুপ্রবেশকারীদের তালিকা তৈরী করে দলকে তার নীতি ও আদর্শে পরিচালনার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে তার সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে।
জেল হত্যা দিবস উপলক্ষে গতকাল রবিবার রাতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, মুকুল আচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমেদ, মর্তুজা হাসান, সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট আফিল উদ্দিন, আক্রাম আলী, অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, উপ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, উপ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, অ্যাডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম আকবর হোসেইন জিতু, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জেলে নির্মমভাবে খুন হওয়া ৪ নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com