প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকাল ৪টায় স্থানীয় বান্দের বাজারে উক্ত ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বয়েত উল্লাহ পরিচালনায় এক মত বিনিয়ম সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, সাবেক সভাপতি খালেদ আহমেদ পাঠান, সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান পেয়ারা, ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউপি চেয়ারম্যান মোঃ আশিক মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে শিহাব আহমেদ চৌধুরী, আব্দুল বারিক রনি, মজিদুল করিম মজিদ।
বক্তব্য রাখেন উপজেলা মোঃ আমীর হোসেন, মুরশেদ আহমেদ, শফিউল আলম, মোঃ মনর উদ্দিন, হারুনুর রশীদ হারুন, মোশাহিদ আলম মুরাদ, জোবায়ের আহমেদ সুমন, শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, মোঃ জহিরুল ইসলাম সোহেল। এতে উপস্থিত ছিলেন লালফর মিয়া, নূর উদ্দিন মিয়া, ফিরোজ মিয়া, আব্দুল মোমিন, আবুল কাশেম, আব্দুল ওয়াহিদ মেম্বার, বশর মিয়া মেম্বার, লুলু মিয়া, মোশাহিদ মিয়া, শাহীন আহমেদ বুসুর, ময়না মিয়া, কাপ্তান মিয়া, আল-আমীন, নছির মিয়া, আজির উদ্দিন, নূর আলম, দিলু মিয়া, এমদাদুল, সোলেমান মিয়া, মোস্তফা ঢালী, ছাদি মিয়া, গোলজার আহমেদ, শামীম আহমেদ, জায়েদুল মিয়া, শাহাব উদ্দিন, আঙ্গুর মিয়া, জাবেদ আলম, মোশাহিদ আহমেদ, মজনু মিয়া, খোরশেদ মিয়া, তরফিক উল্লা, কাজল মিয়া, প্রমূখ। সভায় উক্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডের উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে গোলাম হোসেনকে আহ্বায়ক ও মোঃ বয়েত উল্লাহকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত সভায় সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও জাতীয় পার্টি নেতা আমিনুর রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করলে তাকে ফুলেল ত্বোরা দিয়ে বরণ করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।