নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, শরীর চর্চার জন্য খেলাধুলার কোন বিকল্প নাই। খেলাধুলা যুব সমাজকে মাদকাশক্ত থেকে দুরে রাখে। তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। উন্নয়ন করার দায়িত্ব আমার। সকলের সার্বিক সহযোগিতায় আমি নবীগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে চাই। এ জন্য সকলের সহযোগিতা করার প্রয়োজন। তিনি ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ উন্নয়নে সব ধরণের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। তিনি গতকাল আমেরিকা প্রবাসী জাকারিয়ার সৌজন্যে আবু বকর ফুটবল টুর্নামেন্ট খেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন। উদ্বোধনী খেলায় হবিগঞ্জ ফুটবল একাদশ ১-০গোলে গোলাপগঞ্জ সিলেটকে হারিয়ে জয়ী হবার গৌরব অর্জন করে।