বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে-মাধবপুর মেয়র

  • আপডেট টাইম সোমবার, ৫ মে, ২০১৪
  • ৩৫৭ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা বলেছেন, জাতি হিসাবে আমাদেরকে মাথা উচু করে দাঁড়াতে হলে কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। প্রাথমিক পর্যায়ে যদি সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় এবং নীতি নৈতিকতা সঠিক ভাবে শিক্ষা দেয়া যায় তাহলে অবশ্যই এ জাতি ভবিষ্যতে একটি বিশ্বের উন্নত জাতি হিসাবে পরিচিতি লাভ করবে। তাই প্রত্যেক স্ব-স্ব স্থান থেকে সততা ও নিষ্টার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
তিনি গতকাল রোববার সকালে মাধবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাত ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাংবাদিক আলাউদ্দিন আল রনির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ, চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ইউ.আর.সির অফিসার শাহাদাৎ হোসেন, প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম বিথী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মিজানুর রহমান, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সার্জেন্ট (অবঃ) আব্দুল কুদ্দুছ, পৌর যুবদলের সভাপতি হাজী ফিরোজ মিয়া, এস.এম.সির সদস্য বাবুল হোসেন, রতন বনিক, প্রমোদ রঞ্জন মালাকার, শিক্ষক নূরবক্স মিয়া, সেলিনা আক্তার, শিউলী রায় প্রমূখ। পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা সালাহ উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com