শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

নবীগঞ্জে বকেয়া বেতন পরিশোধ করেছে জেআইসি স্যুট গার্মেন্টস কর্তৃপক্ষ

  • আপডেট টাইম বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৪৭৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ॥ নবীগঞ্জ উপজেলায় আশ্বাস প্রদানের প্রেক্ষিতে বকেয়া বেতন-ভাতা পরিশোধ করেছে জেআইসি স্যুট লিমিটেড গার্মেন্টস কর্তৃপক্ষ। এর ফলে মঙ্গলবার স্বাভাভিব কার্যক্রম চলে গার্মেন্টসে। গত ২৯ অক্টোবর সোমবার নবীগঞ্জ উপজেলায় জেআইসি স্যুট লিমিটেড গার্মেন্টস এর বকেয়া বেতন ভাতা ও সরকারী নীতিমালা অনুযায়ী মাসিক বেতন প্রদানের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। তখন প্রায় দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। মহাসড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃংখলা বাহিনী ও এলাকার গণ্যামন্য ব্যক্তিদের হস্তক্ষেপে শ্রমিকদের সাথে সমঝোতার মাধ্যমে মঙ্গলবার সকালে বেতন দেয়ার আশ্বাস দেয় গার্মেন্টস কর্তৃপক্ষ। আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা তাদের অবরোধ তোলে নেয়। তবে শ্রমিকদের সাথে আলাপ করে মিশ্র বক্তব্য পাওয়া গেছে। কোন কোন শ্রমিক বলেছেন পুরো বেতন পেয়েছেন। আবার অনেকেই বলেছেন অর্ধেক বেতন পেয়েছেন। এ দিকে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা যায়, জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বর এলাকায় অবস্থিত জেআইসি স্যুট লিমিটেড গার্মেন্টস এর দুটি পোশাক কারখানা রয়েছে। উক্ত কারখানাগুলোতে প্রায় ২ হাজার নারী-পুরুষ শ্রমিক কাজ করেন। দীর্ঘদিন ধরে নীতিমালা লংঘন করে তাদেরকে বেতন বৈষম্যের মাধ্যমে বায়ারদের কাছে গার্মেন্টস কর্তৃক বেতনের চরম বৈষম্য তৈরি হয়। এছাড়া অনেক শ্রমিককে ৩ থেকে ৪ হাজার টাকা করে মাসিক বেতন প্রদান করা হয় এবং তাদেরকে প্রতিদিন ৪-৫ ঘন্টা অতিরিক্ত কাজ করিয়ে কোনো অতিরিক্ত বেতন প্রদান করা হয় না। গত দুই মাস যাবত শ্রমিকদের কোনো বেতন ভাতা প্রদান করা না হলে গত সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত গার্মেন্টস এর শ্রমিকরা দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ, শেরপুর হাইওয়ে পুলিশ, গোপলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি স্বাভাবিক করা জন্য গার্মেন্টস মালিক পক্ষের সাথে আলোচনায় বসেন। (২৯অক্টোবর) মঙ্গলবার সকালে আলোচনার মাধ্যমে ২ মাসের বকেয়া বেতন ভাতা প্রদান করা হবে বলে আশ্বাস প্রদান করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ব্যাপারে জেআইসি স্যুট লিমিটেড এর জেনারেল ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম জানান, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com