প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘হবিগঞ্জের মানুষের জন্য যে কাজগুলো কল্যাণকর মনে করেছি সেগুলো শতভাগ আন্তরিকতার সাথে করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও যদি হবিগঞ্জের জন্য কিছু করার সুযোগ পাই সে সুযোগ আমি হাতছাড়া করবো না।’-হবিগঞ্জ পৌরসভার নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জ পৌর টাউন হলে হবিগঞ্জ পৌরসভা আয়োজিত ‘বিদায় অনুষ্ঠান ও নাগরিক সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে মেয়র মোঃ মিজানুর রহমান বলেন, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, হবিগঞ্জ পৌরসভার জলাবদ্ধতা নিরসনসহ নানা কাজে অত্যন্ত ঘনিষ্টভাবে সহযোগিতা করেছেন।’ তিনি বলেন ‘ জেলা প্রশাসক মাহমুদুল কবীরকে কথা দিচ্ছি হবিগঞ্জ পৌরসভার জলাবদ্ধতা নিরসনের জন্য চলমান কাজ অব্যাহত থাকবে। আরো দু’মাস অভিযান অব্যাহত থাকলে জলাবদ্ধতা সমস্যা ৮০ শতাংশ কমে যাবে।’ সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারেক মোঃ জাকারিয়া, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, বাপা হবিগঞ্জের সভাপতি প্রফেসার ইকরামুল ওয়াদুদ, ব্যকসের সভাপতি মোঃ শামছুল হুদা, মূকুল আচার্যী, হবিগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, বর্তমান সাধারন সম্পাদক সৈয়দ এখলাসুর রহমান খোকন, কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সহসভাপতি অনুপ কুমার দেব, সাংবাদিক মোহাম্মদ আলী মমিন প্রমুখ। হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলরদের মধ্যে বক্তব্য রাখেন গৌতম কুমার রায়। উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, পিয়ারা বেগম, খালেদা জুয়েল ও অর্পনা পাল। স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার সচিব মোঃ ফয়েজ আহমেদ। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের হাতে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক তুলে দেন মেয়র মিজানুর রহমান মিজান। এছাড়াও হবিগঞ্জের প্রায় ৩০ টি সংগঠনের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।