অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ লক্ষ টাকার কয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর সোমবার সকাল ৬টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজের শামীম এন্টার প্রাইজে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে জানালে, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় দোকানে রাখা গ্যাস সেলেন্ডার ও গ্যাসের চুলাসহ ৩ লক্ষ টাকার মালামাল পুরে ছাই হয়ে যায়। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনের কবল থেকে ২০টি দোকান রক্ষা করা হয়।