রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান বিপুল পরিমাণ দেশী-বিদেশী মদসহ ২ যুবক গ্রেফতার আজমিরীগঞ্জে পুকুরে পড়ে ২ শিশুর মৃত্যু চুনারুঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জিকে গউছ ॥ আওয়ামীলীগ গত ১৫টি বছর জোর করে ক্ষমতায় ছিল শহরের মাদক ব্যবসায়ী সাজাপ্রাপ্ত সফিক আটক পোদ্দার বাড়ি থেকে ২য় স্ত্রীর মামলায় নজরুল গ্রেফতার হবিগঞ্জ শহরের ঘাটিয়া আবাসিক এলাকায় দুঃসাহিক চুরি ॥ ৩৫ লক্ষাধিক টাকার মালামাল খোয়া নবীগঞ্জে মেডিকেল ক্যাম্পে প্রফেসর ডাঃ খালেদ মোহসীন ॥ ‘আউশকান্দিতে আন্তর্জাতিক মানের হাসপাতাল করতে চাই’ হবিগঞ্জ সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি কামাল খান ও সাংবাদিক উজ্জলের বিরোধ নিষ্পত্তি মুড়ারবন্দে ৩ দিন ব্যাপী ওরস ১৪ জানুয়ারি শুরু নবীগঞ্জে ডাক্তারের চেম্বার ও দোকানে দুঃসাহসিক চুরি

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন উদ্বোধনের আগেই ফাটল ॥ দূরবস্থার চিত্র দেখে কেয়া চৌধুরী এমপি’র বিস্ময় প্রকাশ

  • আপডেট টাইম রবিবার, ৪ মে, ২০১৪
  • ৬১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সম্প্রসারিত ভবন নির্মাণের ৪ বছরেও ব্যবহারের অনুমতি মেলেনি। নির্মাণ ত্র“টির কারণে পরিত্যক্ত এ নতুন Hospital-02 copyভবনটির বিভিন্ন স্থানে ইতোমধ্যে বড় বড় ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় জরাজির্ণ পুরাতন ভবনেই কোন রকমে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম। তার উপর নেই পর্যাপ্ত চিকিৎসক-কর্মচারী। কার্যকর পয়ঃনিষ্কান ও স্যানিটেশন ব্যবস্থা না থাকায় সর্বত্র অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। এছাড়া কমপ্লেক্সের আবাসিক ব্যবস্থায়ও লাগেনি আধুনিকতার ছোঁয়া। জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য কেয়া চৌধুরীকে কাছে পেয়ে এমন অভাব-অনটনের চিত্র তোলে ধরলেন ডাক্তার-কর্মচারীরা। গতকাল শনিবার বেলা ২টার দিকে তিনি বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর দূরবস্থা দেখে বিস্ময় প্রকাশ করেন।
বাহুবল উপজেলার সোয়া দুই লক্ষাধিক লোকের স্বাস্থ্যসেবা ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’-এর উপর নির্ভরশীল। প্রতিদিন সহস্রাধিক লোক স্বাস্থ্যসেবার প্রত্যাশা নিয়ে সরকারি ওই প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়। জনগণের এ চাহিদা বিবেচনায় স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫১ শয্যায় উন্নীত কারণের কার্যক্রম শুরু হয়। এ লক্ষ্যে পুরাতন ভবনের পশ্চিমে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণ করা হয়। বিগত ২০১০ সালে নির্মাণকারী প্রতিষ্ঠান ওই ভবনটি হস্তান্তর করে। শুধুমাত্র উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির না মেলায় ভবনটি ব্যবহার করা যাচ্ছে না। অব্যবহৃত এ নতুন ভবনটির বিভিন্ন স্থানে ইতোমধ্যে বড় বড় ফাটল তৈরি হয়েছে। বিষয়টি অন্ততঃ একবছর আগে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে অবগত করা হলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি। এ অবস্থায় পুরাতন জরাজির্ণ ভবনে চলছে স্বাস্থ্য কার্যক্রম। ভবনটির বাথরুম, পানি সরবরাহ ব্যবস্থা, আন্তঃবিভাগে ভর্তিকৃত রোগীর শয্যা ও ভবনের আশপাশে পানি নিষ্কাশন ব্যবস্থা অকেজো হয়ে পড়েছে। এ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্স-এর চারপাশে দুর্গন্ধময় অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সটিতে রয়েছে জনবল সংকট। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তাসহ ১২টি চিকিৎসকের পদে কর্মরত আছেন মাত্র ৫ জন। নার্সের ৯টি পদে আছেন ৬ জন। মেডিকেল এসিস্টেন্টের ৫টি পদ পূর্ণ থাকলেও আব্দুল আউয়াল খান নামে একজনকে দীর্ঘদিন ধরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেপুটেশনে রাখা হয়েছে। এছাড়া ল্যাব টেকনিশিয়ানের ২টি পদ দীর্ঘদিন ধরে শুন্য রয়েছে। ফলে বিভিন্ন পরীক্ষার জন্য রোগীদের দৌঁড়াতে হয় প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্স-এর ফার্মাসিস্ট-এর ২টি পদের বিপরীতে কাগজপত্রে কর্মরত আছেন একজন। এ স্বাস্থ্য কমপ্লেক্স-এর একমাত্র ফার্মাসিস্ট মারুফ আহমেদ এবং সুইপার কানাইলালকে কয়েক বছর ধরে জেলা সদর আধুনিক হাসপাতালে ডেপুটেশনে রাখা হয়েছে। ফলে এ স্বাস্থ্য কমপ্লেক্স-এর ঔষধ বিতরণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সোলায়মান খান বললেন, নতুন ভবনে কার্যক্রম শুরু আগেই ফাটল দেখা দেয়ার বিষয়টি আমি গত বছর ২৯ এপ্রিল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সিলেট-এর নির্বাহী প্রকৌশলীকে লিখিত ভাবে অবগত করেছি। তিনি বলেন, ওই ভবনটি ব্যবহারের অনুমতি পেলে এবং আরো জনবল বাড়ানো হলে এখানকার স্বাস্থ্যসেবা কার্যক্রম আরো বেগবান হবে।
এদিকে গতকাল শনিবার বেলা ২টার দিকে ওই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে কেয়া চৌধুরী এমপি বলেন, দেশজুড়েই চিকিৎসক সংকট রয়েছে। সরকার এ সংকট দূরিকরণে পদক্ষেপ নিচ্ছে। আশা করি এ সংকট অচিরেই দূরীভূত হবে। এছাড়া অন্যান্য অভাব-অনটন দূরিকরণে অচিরেই কার্যকর পদক্ষেপ নিবেন বলেও তিনি পরিদর্শনকালে আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রোগীরা চিকিৎসা সেবা নিয়ে অভিযোগ না তোললেও খাবারের মান ও হাসপাতালের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com