স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদকে বদলী করা হয়েছে। তাকে বদলী করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক করা হয়েছে। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোঃ কামরুল হাসানকে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসাবে যোগদান করবেন। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রানালয়ের এক আদেশে তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়। ইতিমধ্যে তিনি সাংস্কৃতিসহ বিভিন্ন প্রকার উন্নয়ন মুলক কর্মকান্ডের জন্য বেশ সুনাম অর্জন করেছেন। শীঘ্রই তিনি হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন।