প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসন থেকে বার বার নির্বাচিত জননন্দিত সংসদ এবং শচীন্দ্র কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি আলহাজ্ব¡ এডঃ মোঃ আব্দুল মজিদ খান জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদান করে সফলভাবে রাষ্ট্রীয় কাজ সম্পন্ন করে বাংলাদেশে ফেরায় গতকাল বুধবার সন্ধ্যা ৮ঘটিকায় তার নিজ বাস ভবনে শচীন্দ্র কলেজ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন শচীন্দ্র কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক অঞ্জন কুমার সরকার, প্রভাষক রাফিউল হক খান পাঠান, প্রভাষক আব্দুল আহাদ খান, প্রভাষক বিষ্ণু চন্দ্র পাল, প্রভাষক মোঃ মঈন উদ্দিন, প্রভাষক গৌতম সরকার, প্রভাষক মিহির রঞ্জন সরকার, প্রভাষক মোঃ লতিফ হোসেন, প্রভাষক মোঃ নজরুল ইসলাম খান, প্রভাষক মোঃ ফিরোজ মিয়া, প্রভাষক ইয়ামিন আলী, প্রভাষক গোপীনাথ দাশ, প্রভাষক সুকান্ত গোপ, প্রভাষক বিদুর কান্তি দাশ, শরীর চর্চা শিক্ষক রনজিত কুমার দাস, প্রধান সহকারী জয়লাল সরকার, হিসাব সহকারী অনিল চন্দ্র দাস, কম্পিউটার অপারেটর মেহের সাগর সোহাগ, অফিস সহায়ক অনুকূল চন্দ্র দাস, নুরুল হক, সাইফুর রহমান, নৈশ প্রহরী শেখ মোঃ বাচ্চু প্রমূখ।
এ সময় সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান সকলের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের সার্বিক অবস্থার কথা জিজ্ঞেস করে সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।