স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ শহরে আইএফআইসি ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় শহরের দাউদনগর বাজারে নওশাদ কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে ব্যাংকের শাখাটি উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। হবিগঞ্জ শাখা ব্যবস্থাপক জাহিদুল হকের সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ আকবর হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকত, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কাশেম শিবলু, বিশিষ্ট ব্যবসায়ী প্রনব পাল, আব্দুল্লাহ সরদার, কবি তাহমিনা বেগম গিনি, সহকারি অধ্যাপক নাসরিন হক, প্রভাষক জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, ব্যবসায়ী লুৎফুর রহমান তাহের ও সারোয়ার আলম শাকিল প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, বাপা জেলা শাখার সেক্রেটারী তোফাজ্জল সোহেল, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান টুটুল, প্রচার সম্পাদক জামাল আহমেদ রাজ প্রমুখ।
সভাপতির বক্তব্যে হবিগঞ্জ শাখা ব্যবস্থাপক জাহিদুল হক জানান, গ্রাহকরা ব্যাংকিং খাতের সকল ধরণের সুযোগ সুবিধা পাবে। এছাড়াও মাত্র ১০ টাকায় একাউন্ট খোলার ব্যবস্থা রয়েছে আইএফআইসি ব্যাংকে।