স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার। এই সরকার নারীদের সন্তান লালন পালনের জন্য ভাতা প্রদানেরও ব্যবস্থা করেছে। ভালো কাজের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নারীদের অংশগ্রহণে হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির মধ্যে কর্মজীবী মহিলাদের ল্যাকটেটিং মাদার সহায়তায় তহবিল কর্মসূচির আওতায় হবিগঞ্জ পৌরসভাধীন নির্বাচিত ১ হাজার ২শ’ উপকারভোগীর মাঝে সাবান, গুড়ো দুধ ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
বিতরণের পূর্বে আলোচনা সভায় এমপি আবু জাহির আরো বলেন, নারীরা হচ্ছে উন্নয়নের চালিকা শক্তি। বিশ্বের সঙ্গে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের নারীরাও এগিয়ে যাচ্ছে। পূর্বের যেকোনো সরকারের তুলনায় বর্তমান সরকার নারীদের জন্য অনেক সুযোগ সুবিধা চালু করেছে। নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। উন্নয়নে নারী-পুরুষ পাশাপাশি কাজ করতে হবে। নারীরা পিছেয়ে থাকলে উন্নয়ন সম্ভব নয়।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার, হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের বিশেষজ্ঞ ফেরদৌসী ইসলাম, হবিগঞ্জ অগ্রণী ব্যাংকের ম্যানেজার কাজী মোখলেছুর রহমান, মহিলা কাউন্সিলর পিয়ারা বেগম, চুক্তিবদ্ধ এনজিও নির্বাহী শেখ সুমা জামান প্রমুখ।