আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার বামৈ- লাখাই সড়কের চিকনপুর নামক স্থানে ব্যাটারি চালিত টমটমের ধাক্কায় সিয়াম (১২) নামে এক শিশু নিহত। এ ছাড়া আরো ৪ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বামৈ থেকে টমটমটি যাত্রী নিয়ে লাখাই যাওয়ার সময় ওই স্থানে শিশুকে ধাক্কা দেয়। এ সময় সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডা. অপু কুমার সাহা তাকে মৃত ঘোষনা করেন। সিয়াম চিকনপুর গ্রামের কাদিমুল হকের ছেলে।