স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের গোলগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার উপর হামলার ঘটনায় দপ্তরী মোঃ জুয়েল মিয়াকে বহিস্কার করা হয়েছে। গত সোমবার কর্তৃপক্ষ তাকে লিখিতভাবে এ বহিস্কার আদেশ প্রদান করেন। সে ওই গ্রামের মৃত লুৎফুর রহমানের পুত্র।
সম্প্রতি প্রধান শিক্ষিকাকে বেদড়ক পিটিয়ে আহত করে জুয়েল ও ফুল মিয়া। এ ঘটনায় মামলা দায়ের করলে দপ্তরী জুয়েল ২১ দিন কারাভোগ করে জামিন লাভ করে। বিনা অনুমোতিতে জুয়েল স্কুলে ১ মাস অনুউপস্থিত ও অসদারচণের অভিযোগে তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা ও প্রধান শিক্ষিকা শাহিনা খাতুন।