স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ৯ আসামীকে গ্রেফতার করেছে। ২০ অক্টোবর রোববার রাতভর বানিয়াচং অফিসার থানার ইনচার্জ রঞ্জন কুমার সামন্তের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা সদরের নন্দীপাড়া গ্রামের জয়নুল আবেদীনের পুত্র আব্দুল হামিদ, কাগাপাশার ইছবপুর গ্রামের মৃত খতিব উল্লার পুত্র অমৃত মিয়া ও তার স্ত্রী হোসেনা বেগম, দক্ষিণ সাঙ্গর গ্রামের মৃত আঃ আক্তারের পুত্র মুখলেছ মিয়া ও সেবুল মিয়া চৌধুরী, উজিরপুর গ্রামের হায়দার আলীর পুত্র ইজাজুল হক, পুকড়া দৌলতপুর গ্রামের আব্দুল হাইর পুত্র কাওসার মিয়া, সুবিদপুরের আতুকুড়া গ্রামের দুদু মিয়ার পুত্র তাউস মিয়া ও হবিগঞ্জ সদরের বড় বহুলা গ্রামের জিতু মিয়ার কন্যা ইয়াসমিন আক্তারকে গ্রেফতার করে। গতকাল সোমবার দুপুরে সকল আসামীদের হবিগঞ্জ কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।