নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রশাসনের সেবা জনগণের কাছে পৌঁছে দিতে ও স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা ইউনিয়ন পর্যায়ে শুরু করেছেন হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার দুপুরে উপজেলার পানিউমদা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। বক্তব্য রাখেন উপজেলার জাতীয় পার্টির সভাপতি শাহ আবুল খায়ের, পানিউমদা ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান চৌধুরী, কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, দীঘলবাক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ হোসেন এওলা মিয়া প্রমূখ। সভায় সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়নের সাধারণ জনগণ তাদের নানা আবেদন ও অভিযোগ সরাসরি উত্তাপন করেন। উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষনিক উত্তর দেন।