স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মুরাদপুর এসআএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দায়েরকৃত ৩টি মামলা খারিজ হয়ে গেছে। গত ১৫ অক্টোবর বিজ্ঞ বিচারক দু’টি মামলা এবং গত জুলাই মাসে আরেকটি মামলা খারিজ করেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য নজির উদ্দিন চৌধুরী বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গত বছর মামলা ৩টি দায়ের করেন।