স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে দূর্জয় কারিয়া (৩৪) নামে এক চা-বাগানের শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার হিমনি চা-বাগানে কুমর কারিয়ার পুত্র। গতকাল সোমবার সকালে বাহুবল থানার এসআই মনিরুজ্জামান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। তবে পুলিশ জানায়, ময়না তদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুর আসল কারন জানা যাবে। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।