প্রেস বিজ্ঞপ্তি ॥ বর্ণাঢ্য কর্মসূচীর মধ্যে দিয়ে মে দিবস উদযাপন করেছে জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন। কর্মসূচির মধ্যে ছিল ১মে সকাল ৬ টায় সংগঠনের কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন। সকাল ৯ টায় র্যালী, সন্ধ্যা ৭ টায় আলোচনা সভা ও রাত ৯ টায় র্যাফেল ড্র ও পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাসের পরিচালনায় অনুষ্টিত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পুলিশ সুপার কামরুল আমীন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, ব্যাকস সভাপতি মোঃ শাহবাজ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান লেবু, জেলা ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা এড. ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, হবিগঞ্জ ধান চাউল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান বাচ্চু।
সভায় বক্তব্য রাখেন জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নারায়ণ দাশ, এম এ ওয়াহিদ, সহ-সাধারণ সম্পাদক সজল রায়, সাংগঠনিক সম্পাদক আহমদ জামান খান শুভ, সাংস্কৃতিক সম্পাদক বাদল রায়, সন্তোষ রায়, নবীগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক মীর রাসেল আহমেদ বাচ্চু।
শ্রমিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবী উপস্থিত নেতৃবৃন্দের নিকট তুলে ধরেন। পরে অতিথিবৃন্দ শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবী পূরনের আশ্বাস প্রদান করেন।