শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান বিপুল পরিমাণ দেশী-বিদেশী মদসহ ২ যুবক গ্রেফতার আজমিরীগঞ্জে পুকুরে পড়ে ২ শিশুর মৃত্যু চুনারুঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জিকে গউছ ॥ আওয়ামীলীগ গত ১৫টি বছর জোর করে ক্ষমতায় ছিল শহরের মাদক ব্যবসায়ী সাজাপ্রাপ্ত সফিক আটক পোদ্দার বাড়ি থেকে ২য় স্ত্রীর মামলায় নজরুল গ্রেফতার হবিগঞ্জ শহরের ঘাটিয়া আবাসিক এলাকায় দুঃসাহিক চুরি ॥ ৩৫ লক্ষাধিক টাকার মালামাল খোয়া নবীগঞ্জে মেডিকেল ক্যাম্পে প্রফেসর ডাঃ খালেদ মোহসীন ॥ ‘আউশকান্দিতে আন্তর্জাতিক মানের হাসপাতাল করতে চাই’ হবিগঞ্জ সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি কামাল খান ও সাংবাদিক উজ্জলের বিরোধ নিষ্পত্তি মুড়ারবন্দে ৩ দিন ব্যাপী ওরস ১৪ জানুয়ারি শুরু নবীগঞ্জে ডাক্তারের চেম্বার ও দোকানে দুঃসাহসিক চুরি

বিএনপি নেতা আইয়ূব আলীর মাতার মৃত্যুতে জেলা বিএনপির শোক

  • আপডেট টাইম রবিবার, ৪ মে, ২০১৪
  • ৪৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ আইয়ূব আলীর মাতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল, সাধারণ সম্পাদক হবিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছ, সহ-সভাপতি মাহফুজ আলী খান, মঞ্জুর উদ্দি ন আহমেদ শাহীন, যুগ্ম সম্পাদক মোঃ আমিনুর রশীদ এমরান, মোঃ কামাল উদ্দিন সেলিম, এম জি মোহিত, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক সেলিম প্রমূখ। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার যেন এ শোক সইতে পারে এ জন্য মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য বিএনপি নেতা মোঃ আইয়ূব আলীর মাতা গত শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে পৌদ্দারবাড়ীস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—–রাজেউন) গতকাল সকাল ১১টায় সদর উপজেলা কমপ্লেক্স মসজিদে মরহুমার নামাযে জানাযা অনুষ্টিত হয়। জানাযায় আলহাজ্ব এড. মোঃ আবু জাহির এমপি, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
এদিকে জাতীয়তাবাদী ছাত্রদল বৃন্দাবন সরকারী কলেজ শাখার ১ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের দাদী মালেক চান বিবির মৃত্যুতে জেলা ছাত্রদল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোক জ্ঞাপনকারী নেতৃবৃন্দ হচ্ছেন জাতীয়বাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, ১ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সকল যুগ্ম আহ্বায়কবৃন্দ ও জেলা ছাত্রদলের সকল সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com