নবীগঞ্জ প্রতিনিধি ॥ ফেইসবুকে যুবক কর্তৃক মুসলিম ও মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ইসলামী জনতার শান্তিপুর্ণ মিছিলে হামলা ও পুলিশের গুলিতে মুসল্লিদের হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নবীগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। রোববার (২০ অক্টোবর) বাদ মাগরিব নবীগঞ্জ শহরতলীর দারুল উলুম মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসার সামনে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হন। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মাওঃ শাহ আলম। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সভাপতি মাওঃ খালেদ সাইফুল্লাহ, মাওঃ ফয়ছল তালুকদার, আতাউর রহমান চৌধুরী প্রমুখ।