স্টাফ রিপোর্টার ॥ আজ সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত গণঅনশন করবে বিএনপি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্যসহ সারা দেশের সকল পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও বিচারবহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে এ কর্মসূচি পালন করবে দলটি। হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে পৌরসভা মাঠে এই কর্মসূচী পালন করা হবে। এই কর্মসূচীতে অংশ গ্রহন করতে হবিগঞ্জ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ।