স্টাফ রিপোর্টার ॥ কৃত্রিম সংকট তৈরি করে একশ টাকার উপরে কেজি দরে পেয়াজ বিক্রি করার দায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ চৌধুরী বাজার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা খাতুন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত স্বপন দেবনাথ এর দোকানে পিয়াজের মূল্য তালিকা নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পেয়াজ বিক্রি করায় দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কৃষ্ণ স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে দোকানে সংরক্ষণ করায় ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বাজারের বিভিন্ন দোকানকে সতর্ক করা হয়। অভিযানকালে ব্যবসা প্রতিষ্ঠানে