চুনারুঘাট প্রতিনিধি ॥ কারিতাস সিলেট আঞ্চলিক অফিসের উদ্যোগে ও এসডিডিবি প্রকল্পের আর্থিক সহায়তায় গত ১৫ অক্টোবর সকালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন করা হয়েছে। শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখোলা গ্রামের সাধু ফ্রান্সিস জেভিয়ার ক্যাথলিক মিশনে অর্ধ দিবস ব্যাপী বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন অনুষ্ঠানে ১৫০ জন অংশগ্রহণকারী ছিলেন। শুরুতে এক বর্নাঢ্য র্যালী মিশন প্রাঙ্গন থেকে শুরু হয়ে সুদিয়াখোলা গ্রাম প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমি আক্তার।