শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ সকাল ১০ টায় শায়েস্তাগঞ্জ দেউন্দি রোড সিএনজি, অটোরিক্সা মালিক ও চালক কল্যাণ সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী শায়েস্তাগঞ্জ শহরসহ পুরান বাজার, প্রদক্ষিণ করে। র্যালীতে সকল মালিক শ্রমিক ও সমাজের বিভিন্নস্তরের ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন। র্যালী শেষে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দেউন্দি রোড সিএনজি মালিক ও চালক কল্যাণ সমিতির উদ্যোগে আব্দুল আউয়াল এর সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রকিব, প্রভাষক জালাল উদ্দিন রুমি, মিজানুর রহমান সাকিম আব্দুল গণি। মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ আনোয়ার আলী, কুতুব আলী, মোঃ জামাল, মোঃ মনু মিয়া, মোঃ আব্দুর রেজ্জাক, টুটুল, বাচ্চু, মোঃ দুলাল মিয়া প্রমুখ।