স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সম্রাট এনামুল রশিদ ওরফে এনাম (৩৭) এবং তার স্ত্রী ফুল বানু (২৬) কে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শন মিজানুর রহমানের নেতৃত্বে একদল হবিগঞ্জ শহরতলীর হরিপুর মামুন মিয়ার কলোনীর পাশে অভিযান চালায়। অভিযানকালে উমেদনগর (পশ্চিম হাটি) গ্রামের মৃত উমর আলীর পুত্র মাদক ব্যবসায়ী মাদক সম্রাট এনামুল রশিদ ওরফে এনাম (৩৭) ও এনামের স্ত্রী ফুল বানু (২৬) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি কাল রংয়ের কাগজে মোড়ানো অবস্থায় ২০৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, আটককৃত বিরুদ্ধে মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে বহন এর অপরাধে ২০১৮ সংশোধনী আইনে মামলা দায়ের করা হয়েছে।