নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পুর্ব ইউনিয়নের বাগাউড়া গ্রামে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। মুখোশধারী ডাকাতরা পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ওই গ্রামের আনিছ উল্লার বাড়িতে এ ডাকাতির ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই রাতে ১০/১২ জনের একদল মুখোশধারী ডাকাত আনিছ উল্লার বাগিতে হানা দেয়। ডাকাতরা বাড়ীর গ্রীল ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে উল্লেখিত পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। তাদের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসলে ডাকাতদল হাওর দিয়ে পালিয়ে যায়।