নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় মা-পুত্র আহত হয়েছে। গত শুক্রবার সকাল ৮টার দিকে ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্য সমত গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহতরা হচ্ছে-ওই গ্রামের মৃত আব্দুল হাইয়ের স্ত্রী নেওয়া বিবি (৫০) ও তার পুত্র জহিরুল ইসলাম (২৫)। আহতরা জানান- একই গ্রামের সোনাম উদ্দিন গংদের সাথে তাদের জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ওই দিন উভয় পক্ষের মধ্যে বাগ্বিতন্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালালে মা-পুত্র আহত হন। এ ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে।