স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে সড়ক দূর্ঘটনার কবলে পড়া কভার্ড ভ্যান থেকে প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরণের প্রসাধনী জব্দ করা হয়েছে।
গতকাল দুপুরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে নির্বাহী ম্যাজিস্টেট ইয়াসিন আরাফাত রানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এসব প্রসাধনী জব্দ করে। এসময় হাইওয়ে থানার ওসি মোঃ লিয়াকত আলীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা যায়, সম্প্রতি পূর্বে বাহুবলে সড়ক দূর্ঘটনার কবলে ওই কাভার্ড ভ্যানটি। পরে ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায় হাইওয়ে থানা পুলিশ। এক পর্যায়ে ওই কভার্ডভ্যানের ভিতরে বেশ কিছু মালামাল দেখতে পাওয়া যায়।
পরে নির্বাহী ম্যাজিস্টেটের উপস্থিতিতে ভ্যানের ভিতরে থাকা প্রসাধনীগুলো তালিকা করে জব্দ করা হয়। যার মধ্যে রয়েছে বেবি লোশন, বেবি ক্রিম, বেবি অয়েল, শ্যাম্পু, ফেইসওয়াস। হাইওয়ে পুলিশের ওসি মোঃ লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেন।