স্টাফ রিপোর্টার ॥ বিশ^ শিশু ও অধিকার দিবস-২০১৯ পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলা থেকে এক শোভাযাত্রা ও র্যালী বের করা হয়। প্রধান সড়ক প্রদক্ষিক করে শিরিষ তলায় এসে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, অতিরিক্তি জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার, অতিরিক্তি জেলা প্রশাসক রাজস্ব তারেক মোঃ জাকারিয়া, উপ-সচিব ও স্থানীয় সরকার নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও প্রশিক্ষণ শামছুজ্জামান, জেলা সমাজ সেবা অফিসার সুয়েব আহমেদ খানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল-কলেজ, মাদ্রাসার ও এতিমখানার শিক্ষার্থীরা। এ দিবস আগামী ১৪ অক্টোব শেষ হবে। এতে সভাপতিত্ব করেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান।