স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জিতু মিয়া সেন্টুকে হত্যা চেষ্টার অভিযোগ নিয়ে তোলপাড় চলছে। বুধবার রাতে রাস্তায় গাছ ফেলে তাকে হত্যার চেষ্টা হয়েছে মর্মে অভিযোগ করেন তিনি। গুরুতর আহত জিতু মিয়া সেন্টু সিলেট ইবনেসিনা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্র জানায়, নবীগঞ্জ শহরের ওসমানী রোডের বাসিন্দা ও থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জিতু মিয়া সেন্টু বুধবার রাতে পারিবারিক কাজে গুজাখাইর সরিষপুর গ্রামে যান। রাত ১২টায় শহরের বাসায় ফেরার পথে নবীগঞ্জ-বানিয়াচং সড়কের কানাইপুর শশ্মানঘাটের নিকটবর্তী স্থানে পৌছালে রাস্তায় গাছ ফেলে তাকে হত্যার চেষ্টা করা হয়। মোটর সাইকেল আরোহী সেন্টু রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। জ্ঞান হারিয়ে রাস্তায় পাড়ে থাকেন। এক পর্যায়ে জ্ঞান ফিরে এলে সাইকেল নিয়ে শহরে আসেন তিনি। এসময় দলীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন। চিকিৎসাধীন জিতু মিয়া সেন্টু বলেন, হত্যার উদ্দেশ্যেই বিশেষ একটি মহল রাস্তায় গাছ ফেলে রাখে। এসময় প্রাকৃতিক দুর্যোগ বা ওই স্থানে রাস্তার পাশে গাছের ডাল ভেঙ্গে পড়ার মতো কোন বৃক্ষ নেই। ডাকাতির চেষ্টা হলে আমার সাথে থাকা টাকা এমনকি মোটর সাইকেল লুট হতো। এর কিছুই হয়নি। মোটর সাইকেলের গতি কম থাকায় রক্ষা পেয়েছি। ওদিকে, রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়াও শহরের প্রভাবশালী একটি মহলের সাথে সেন্টু পরিবারের পারিবারিক বিরোধ রয়েছে মর্মে খবর পাওয়া গেছে।