স্টাফ রিপোর্টার ॥ অনেক আইন-কানুন করার পরও দেশে বন্ধ হয়নি শিশু শ্রমিকদের ব্যবহার। দারিদ্রের জন্য বাড়ছে এই শিশু শ্রমিক। আর এতিম হলেতো আর কোন কথাই নয়। শিশুকাল থেকেই শুরু হয়ে যায় জীবন সংগ্রাম। এই এতিম ও বঞ্চিত শিশুরা চাইলেই যে নিজেদেরকে বড় মানুষ হিসাবে গড়ে তুলতে পারে তার স্বপ্ন দেখালেন দুই বিচারপতি এবং দেশের বরেণ্য ব্যক্তিরা। গত বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে অবস্থিত সরকারী শিশু পরিবারের এতিমদের নিয়ে এক অনুষ্ঠানে তারা এই স্বপ্ন দেখান। বরেণ্য অতিথিদের মাঝে ছিলেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, বিচারপতি এমদাদুল হক আজাদ, সাবেক আইজিপি শহীদুল্লা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক নাছির উদ্দিন, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ বীর মুক্তিযোদ্ধা মাবুবুল আলম, সাবেক অতিরিক্ত সচিব সালাউদ্দিন, আহসানিয়া মিশনের কনসালটেন্ট নজরুল ইসলাম, ব্যারিস্টার সৈয়দ রিদওয়ান হোসেন ও দুই বিচারপতির সহধর্মিনী। ব্যবস্থাপনা কমিটির সদস্য এডভোকেট শাহ ফখরুজ্জামান এর পরিচালনায় আরও বক্তৃতা করেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আলম, সরকারী শিশু পরিবারের উপ-তত্ত্ব¡াবধায়ক এ কে এম সাইফুল ইসলাম ।
অতিথিবৃন্দ শিশু পরিবারের নিবাসীদের মাঝে চকলেট বিতরণ করেন এবং তাদের জন্য দুই বেলা উন্নতমানের ভোজের ব্যবস্থা করেন।