বিশেষ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ভোটার আইডিতে পিতৃ পরিচয় নিয়ে তোলপাড় চলছে। বিয়ের পূর্বেই সন্তানের জন্ম নেয়া এবং ভূয়া ভোটার আইডি তৈরীর অভিযোগে থানায় জিডি হয়েছে। ২৭ এপ্রিল শহরের মুনষ্টার হোটেল এন্ড রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী আবদুর রকিব চাঞ্চল্যকর ওই অভিযোগ দায়ের করেন। বিষয়টি তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। অভিযোগ সূত্রে প্রকাশ, ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দেয়ার জন্য বাজকাশারা কেন্দ্রে (ভোটার এলাকা নং-০৫১১) যান ব্যবসায়ী রকিব মিয়া। ভোটের সিরিয়াল অনুসন্ধানে দেখতে পান কুর্শি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাজকাশারা গ্রামের তালিকায় ১৩২ নং ক্রমিকে হায়দর আলী লিটন (ভোটার আইডি নং-৩৬০৫১১৬৭৫৫৬৫) পিতা এম এ রকিব, মাতার নাম মকবুল নেছা, জন্ম তারিখ ৭ জুলাই ১৯৭৯ এবং গ্রাম হিসেবে বাজকাশারা তালিকাভুক্ত রয়েছে। এঘটনায় তিনি হতবাক হন। প্রকৃত অর্থে ওই সময়ে আবদুর রকিব এবং স্ত্রী মকবুল নেছার বিয়েই হয়নি। ২ পুত্র ও ৪ কন্যা সন্তানের জনক রকিব মিয়া আইনজীবির পরামর্শে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে রকিব মিয়া বলেন, হায়দর আলী লিটন নামে আমার কোন সন্তান নেই। ভোটার তালিকা অনুসন্ধানে চাঞ্চল্যকর এ তথ্য দেখতে পান তিনি। ভোটার তালিকায় হায়দর আলী লিটনের দেয়া জন্ম তারিখের সাথে নিজ বিয়ের কাবিনের সময় মিলিয়ে দেখেন ওই সময় তাদের বিয়েই হয়নি। খোঁজ-খবর নিয়ে দেখেন হায়দর আলী লিটন উপজেলার গজনাইপুর ইউনিয়নের গাবদেব নিবাসী মনির চৌধুরী (চুরুক মিয়া) এর ঔরষজাত এবং জয়নব বিবির গর্ভজাত সন্তান। অভিযোগে তিনি উল্লেখ করেন, কি কারণে আমি ও আমার স্ত্রীর নাম উল্লেখ করিয়া ভোটার তালিকা তৈরী হয়েছে বুঝতে পারছিনা। হায়দর আলী যে জন্ম তারিখ উল্লেখ করেছে ওই সময়ে বিয়ে করি নাই। বিয়ের তারিখ হচ্ছে-২৫ মার্চ ১৯৮১ ইং। পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে হায়দর আলী লিটন একাজ করিয়াছে মর্মে আতংকে রয়েছি। নিজ ও পরিবারের নিরাপত্তায় উল্লেখিত অভিযোগ দায়ের করেন তিনি। ওসি জাহাঙ্গীর আলম বলেন, ব্যবসায়ী রকিব মিয়ার লিখিত অভিযোগ (জিডি নং-১০৪৩) পেয়েছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।