মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

শায়েস্তাগঞ্জ ও মিরপুরের বিভিন্ন স্থানে বসছে জুয়ার আসর

  • আপডেট টাইম শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৪৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন, অলিপুর কলোনী ও নতুনব্রীজ মিরপুর প্রেট্টোল পাম্প এলাকাসহ বিভিন্ন স্থানে জমে উঠেছে জমজমাট জুয়ার আসর ও নারী ব্যবসাসহ মিনি ক্যাসিনো। প্রতিদিন সন্ধ্যার পর থেকেই ওই স্থান গুলোতে জমে উঠে এসব জমজমাট জুয়ার আসর। এতে দেশের বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সী যুবক-যুবতীরাসহ যোগ দেয় নানা পেশার মানুষ। জুয়ার নেশায় মগ্ন হয়ে বিলিয়ে দেয় সর্বস্ব। শুধু জুয়া-ই নয় এতে চলে রাতভর মাদকসেবন আর যুবতীদের নিয়ে রঙ্গলীলা। রাতভর জুয়া খেলার পর সকালে নিঃস্ব হয়ে বাড়ি ফিরে জুয়ারীরা। পরদিন আবার ঘরের আসবাবপত্র, বউয়ের গহনা বা চুরি-ছিনতাইয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে আবার যোগ দেয় জুয়ায়। মাঝে-মাঝে তাদের নিজের মধ্যেই টাকার ভাগা-ভাগি নিয়ে ঘটে বড় ধরনের সংঘর্ষ।
একটি বিশ^স্থ সুত্রে জানায়, জুয়ারীদের মদদ দাতারা পুলিশকে মাসোহারা’র মাধ্যমে এসব অসামাজিক কার্যকালাপ চালিয়ে যাচ্ছে। মাঝে-মাঝে নাম মাত্র কথিত অভিযান চালিয়ে এক দু’জনকে আটক করলেও অজ্ঞাত কারনে সকালে আবার ছেড়ে দেয়।
সুত্র জানায়, শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ গোল চত্তর এলাকার টাওয়ার নিকট এক বাড়িতে, রেলওয়ে স্টেশনের নিজগাও, অলিপুরের কলোনী, উবাহাঠা, শিমুলতলা, মিরপুর তিতার কোনা, মিরপুর পেট্টোল পাম্পের বিপরীতে একটি অটোমোবাইলসে, জয়পুরের আস্তানাসহ বিভিন্ন স্থানে মিনি ক্যাসিনো, তিনতাস, ওয়ানটেন, চক্রবোর্ড, গাফলাসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে এসব জুয়া চলে। জুয়ার পাশা-পাশি মাদক সেবনসহ চলে মাদক ব্যবসা। ফলে একদিকে যেমন যুবসমাজ ধ্বংস হচ্ছে অন্যদিকে চুরি, ডাকাতি ছিনতাই বেড়ে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, তাদের নাম শুনেছি, এখন আবার নোট করে রাখছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নিব। বাহুবল থানার ওসি কামরুজ্জামানকে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি। চুনারুঘাট থানার ওসি শেখ নামজুল হক জানান, কিছুদিন আগে উবাহাঠা আলী আকবরের আস্তানা থেকে হাতে-নাতে ৮ জুয়ারীকে আটক করে। পরে পুলিশ বাদী হয়ে তাদের আদালতের মাধ্যমে জেলে প্রেরন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com