নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ২টি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার বাউসা ইউনিয়নের নিজচৌকি গ্রামের প্রবোধ চন্দ্র দেব ও কমলা কান্ত দেবের বাড়ীর মন্দির ও দেবতা মান্ডব ঘরে চুরির ঘটনাটি ঘটেছে। এক রাতে ২টি ধর্মীয় প্রতিষ্টানে চুরি ঘটনায় বাড়ীর সংখ্যালঘু লোকজনের মাঝে আতংক বিরাজ করছে।