স্টাফ রিপোর্টার ॥ শহরের পুরাতন খোয়াই নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজে বাধা দেয়ায় গতকাল শায়েস্তানগর এলাকার এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করা হয়েছে।
খোয়াই নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শায়েস্তানগর এলাকায় চলছিল। এ সময় মার্কাস মসজিদ সংলগ্ন উচ্ছেদ কার্যক্রমে বাঁধা প্রদান করেন ওই এলাকার কাজী জালাল উদ্দিন চৌধুরীর পুত্র ফখরুদ্দিন চৌধুরী শাহীন বাধা প্রদান করেন। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে শাহীনকে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করা হয়। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।