বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

নবীগঞ্জে থানা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন ॥ বাদ পড়লেন মেয়র ছাবির আহমেদ চৌধুরী

  • আপডেট টাইম শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ৬০৭ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে দীর্ঘ একযুগের গ্রুপিং ও সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে থানা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ৬ সেপ্টম্বর হবিগঞ্জ আইনজিবী সমিতির কার্যালয়ে থানা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠনের নিমিত্তে কাউন্সিল অনুষ্ঠিত হয়। ২৭দিন পর হবিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল হাসিম এবং ১ম যুগ্ম আহবায়ক আলহাজ্ব জি কে গউছ স্বাক্ষরিত কমিটি গতকাল ঘোষিত হয়েছে। থানা কমিটিতে সরফরাজ চৌধুরী আহবায়ক,মুজিবুর রজমান চৌধুরী সেফু ১ম যুগ্ম আহবায়ক এবং পৌর কমিটিতে আহবায়ক মোঃ ছালিক মিয়া চৌধুরী এবং আব্দুল আলীমইয়াছিনীকে ১ম যুগ্ম আহবায়ক নির্বাচিত করা হয়। আয়োজিত কাউন্সিলে উপ¯ি’ত ছিলেন,সিলেট বিভাগ বিএনপির কাউন্সিল পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ জেড এম ডাঃ জাহিদ হোসেন,সিলেট বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ শাখাওয়াত হোসেন জীবন,সাবেক সংসদ সদস্য ও সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন। কাউন্সিলে সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার বিরোধী বলয় হিসেবে পরিচিত সরফরাজ চৌধুরী ও থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু সমর্থিত প্যানেল বিপুল ভোটে বিজয় হয়। নবগঠিত পৌর কমিটির আহবায়ক কমিটিতে বর্তমান পৌর বিএনপির সভাপতি ও পৌর সভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে সাধারন সদস্য হিসেবেও স্থান দেয়া হয়নি। এঘটনাকে রাজনৈতিক চমক হিসেবে অভিহিত করেন বিএনপির তৃণমূল নেতৃবৃন্দ। আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়ার সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত।
হবিগঞ্জ জেলা বিএনপি সূত্রে প্রকাশ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্য ফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রার্থী বর্তমান গনফোরাম মহাসচিব ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ নিয়ে তৃণমূল বিএনপি নেতা কর্মীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এনিয়ে শেখ সুজাত মিয়া ও মুজিবুর রহমান শেফু বলয়ে তীব্র বিরোধ দেখা দেয়। একাধিকবার সমঝোতার উদ্যোগ নেয়া হলেও সফলতা আসেনি। স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির সমঝোতার উদ্যোগ ব্যর্থ হওয়ায় কাউন্সিলে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত কাউন্সিলে বিপুল ভোটে বিজয়ী হয় মুজিবুর রহমান শেফু সমর্থিত প্যানেল। উপজেলা ১৩ ইউনিয়নের মধ্যে প্রতিটি ইউনিয়নের ৫জন করে ভোটার আয়োজিত কাউন্সিলে ভোটাধিকার প্রয়োগ করেন। থানা কমিটিতে সরফরাজ আহমদ আহবায়ক এবং মুজিবুর রহমান শেফুকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিস্ট কমিটি গঠিত হয়। এছাড়াও পৌর কমিটিতে শ্রমিক নেতা মোঃ ছালিক মিয়াকে আহবায়ক এবং আব্দুল আলিম ইয়াছিনীকে যুগ্ম আহবায়ক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। থানা কমিটির যুগ্ম আহবায়ক হলেন, যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী, তোফাজ্জল হোসেন, আশিক মিয়া, মজিদুর রহমান মজিদ। সদস্যরা হচ্ছেন, সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী ফারছু, থানা বিএনপির সাবেক সভাপতি খালেদ আহমদ পাঠান, স্মৃতি ভূষন দাস, ছালিক মিয়া, সাহাদার আলী, মীর্জা আলী আজম, মোস্তাহিদ উদ্দিন, জিল্লুনুর রহমান, জোসেফ বখত, ফুলকাছ মিয়া, আবুল কাহের, হাবিবুর রহমান, গোলাম নবী তালুকদার, আমির হোসেন, গোলাম ইজদানী শামীম, শাহ মোস্তাকিম, সৈয়দ মতিউর রহমান পিয়ারা, ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, আশিক মিয়া, আব্দুল হান্নান, মোর্শেদ আহমদ, ছাদিকুর রহমান শিশু, পৌর কমিটির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন, তৌহিদুল ইসলাম চৌধুরী, নাজমূল ইসলাম, অধ্যাপক মোঃ নুরুল আমিন, বাবু অরবিন্দু রায়। আহবায়ক কমিটির সদস্য মনোনীত হয়েছেন, সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু, আবদুল মুকিত চৌধুরী লাল, আতাউর রহমান চৌধুরী, কাউন্সিলর সুন্দর আলী, মুশফিকুজ্জামান চৌধুরী, আতাউর রহমান চৌধুরী, ওলিউর রহমান, হাজী ছালিক মিয়া, জয়নাল আবেদীন, রসময় শীল, ফিরোজ মিয়া, যুবরাজ গোপ, হিমাংশু সরকার, মোঃ ইদ্রিস মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com