স্টাফ রিপোর্টার ॥ শহরের কামড়াপুর ব্রীজ এলাকায় বিদ্যুৎ পিষ্ট হয়ে সাহাব উদ্দিন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে বানিয়াচঙ্গ উপজেলার কুশিয়ারতাল গ্রামের নুর আলীর পুত্র। সে দীর্ঘদিন ধরে কামড়াপুর বীজ্র এলাকায় বাসা ভাড়া নিয়ে নির্মান শ্রমিকের কাজ করে আসছিল। গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় সময় বাঁশ নিয়ে ব্রীজ এলাকায় যাওয়ার পথে ওই বাশ বিদ্যুতের মেইন তারের সাথে জড়িয়ে গেলে সে ঘটনাস্থলে বিদ্যুৎ পিষ্ট হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।