স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের নব-নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহন করেছেন। বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের নব-নির্বাচিত সভাপতি এমদাদুল ইসলাম সোহেল, সাবেক সভাপতি শাকিল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মামুন চৌধুরী, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া চৌধুরী, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাদির, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাজিদুর রহমান, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক শামসুল হক আল মামুন, কার্যকরি কমিটির সদস্য আব্দুল হালীম, আব্দুর রউফ সেলিম, নজরুল ইসলাম (২), সাংবাদিক এম সজলু, কাজী মিজান, সাইদুর রহমান কুটি প্রমুখ।