প্রেস বিজ্ঞপ্তি ॥ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা সভাপতি প্রভাষক সাদিকুর রহমান ও জেলা সেক্রেটারী মীর জমীলুন্নবী ফয়সলের নেতৃত্বে সকাল ১০টায় শহরের আর.ডি হল প্রাঙ্গণ থেকে দুই শতাধিক নেতাকর্মীর এক বর্ণাঢ্য র্যালী পুরো শহর প্রদক্ষিণ করে পৌরসভা মাঠে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি ও বানিয়াচং ৩নং ইউপি চেয়ারম্যান মাওঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা কাজী মহসীন আহমদ, মাওঃ আবুল হাসিম ও কবি হাবীব খান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা আমজাদ হোসেন মনি, সংগঠনের পৌর সভাপতি নূর মোহাম্মদ লিটন, সদর থানা সভাপতি মোঃ সোহেল, শামীম হোসাইন, সেলিম, এস.এম. মামুন, মৌলদ মিয়া প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশে নিরলস গতিতে কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। শ্রমিকদের কল্যাণে, সকল ধরনের শ্রমিক আন্দোলনে এ সংগঠন নির্ভিক ভূমিকা রেখে আসছে। আমরা এ সংগঠনের উত্তরোত্তর উন্নতি ও সম্প্রসারণ কামনা করি।